![]() বানারীপাড়ায় ভয়াবহ ভুমিকম্পে নদীগর্ভে বিলীন সন্ধ্যাপাড়ের ধানহাটখোলার বসতঘর
২১ November ২০২৫ Friday ৬:২০:০৩ PM
সুমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি: ![]() দেশব্যাপী ভয়াবহ ভুমিকম্পের প্রভাবে বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে নদীগর্ভে বিলীন হয়ে গেছে জায়গা-জমি ও বসতঘর। সরেজমিনে গিয়ে জানা যায়, বানারীপাড়া সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে উত্তর নাজিরপুর গ্রামের ধানহাটখোলা সংলগ্ন মোঃ আবুবকর ঘরামির বসতঘর ও কয়েক শতক জায়গা সহ বেশ কিছু গাছপালা নদীতে নেমে গেছে। ২১ নভেম্বর শুক্রবার সমস্ত বাংলাদেশে সকাল ১০ ৩৯ মিনিটে ভুমিকম্প অনুভুত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭ (৫.৭)। এটি একটি মাঝারি শ্রেণির ভূমিকম্প। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল ২৬ সেকেন্ড। ঘটনার পর দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভুমিকম্প আঘাত হানার পরক্ষণেই বানারীপাড়া নদীর পশ্চিম পাড়ে দাঁড়িয়ে থাকা বসত ঘরটি হঠাৎ করে নদীতে তলিয়ে যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা। আবুবকর ঘরামির বসতঘর ও জায়গা নদীতে তলিয়ে যাওয়ায় সর্বস্ব হারিয়ে তিনি এবং তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন। মোঃ আবুবকর ঘরামি জানান, আমাদের মাথা গোঁজার ঠাই সর্বশেষ আশ্রয়স্থলটুকুও ভুমিকম্পে কারনে নদীতে চলে গেছে। পরিবার পরিজন নিয়ে কিভাবে আমরা জীবন যাপন করবো। জায়গাজমি, বসতঘর হারিয়ে আজ আমরা সহায়-সম্বলহীন। দেশের বিভিন্ন অঞ্চল গাজীপুর, চাঁদপুর, মাদারীপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার ও সাতক্ষীরা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

