" />
AmaderBarisal.com Logo

একাত্তরে স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়তে চাই : শামীম সাঈদী


আমাদেরবরিশাল.কম

২১ November ২০২৫ Friday ৬:৩৩:১৯ PM

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, সব ধর্মের মানুষ মিলে একাত্তরে স্বপ্ন দেখা সেই সোনার বাংলাদেশ গড়তে চাই। এবার আমরা দুর্নীতিমুক্ত ও বেকারত্ব মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই। 

শুক্রবার (২১ নভেম্বর) সকালে পিরোজপুরের সুটিয়াকাঠী ইউনিয়ন শাখা জামায়াতের আয়োজনে সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

হিন্দু ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪-এর আন্দোলনে মুসলমানরা যেমন জীবন দিয়েছেন, তেমনি হিন্দুরাও জীবন দিয়েছেন। ‘সংখ্যালঘু’ শব্দ দিয়ে আপনাদের ব্যারিকেডে রাখতে চাই না। মসজিদ যেমন পাহারা দিতে হয় না, মন্দিরও পাহারা দিতে হবে না। ওপেন থাকবে। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগ দ্বারা হত্যার শিকার বিশ্বজিৎকেও এ সময় স্মরণ করেন তিনি।

জামায়াতের কোনো এমপি-মন্ত্রীর কখনও কোনো দুর্নীতি ছিল না উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, কেউ যদি ৩/৪ কোটি টাকা খরচ করে, তাহলে সে নির্বাচিত হয়ে এলাকার কোনো উন্নয়ন করবে না। আপনার ভোট যদি কিনেই নেয়, তাহলে কেন উন্নয়ন করবে। ছাগলের চেয়েও কম দামে ভোট বিক্রি হয়ে যায়।

বিদেশে অর্থপাচার প্রসঙ্গে তিনি বলেন, হাসিনা সরকার যেভাবে আমাদের ভোট দেওয়ার সুযোগ দেয়নি, তেমনি অনেকের ভোট কিনেও নিয়েছে। এমনভাবে যদি ভোট হয় তাহলে আবার বেগমপাড়া হবে কানাডায়। এবার হবে দুবাই, মালয়েশিয়া আর সিঙ্গাপুরে।

মাসুদ সাঈদী আরও বলেন, যারা দাঁড়িপাল্লার বিজয় আনতে চান, তাদের বসে থাকতে নিষেধ করছি। পরিবার, বন্ধু, আত্মীয়-স্বজনকে ভোট দিতে উৎসাহ দিন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।