![]() চরম নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২১ November ২০২৫ Friday ৭:৫৭:০১ PM
ক্রিড়া ডেস্ক: ![]() শেষ ওভারের নাটকীয়তা যেটাকে বলে, ঠিক সেটাই দেখা গেল এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ও ভারত ম্যাচে। কাতারের রাজধানী দোহায় বাঁচা-মরার সেমিফাইনালে জয় পেতে শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৬ রান। আর শেষ বলে ৪ রান। তিন রান নিয়ে ম্যাচ ড্র করায় খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারের প্রথম বলেই জিতেশকে বোল্ড করে ফেরান পেসার রিপন মণ্ডল। দ্বিতীয় বলে জোরে হাঁকানোর চেষ্টা করেন আশুতোষ, তবে এক্সট্রা কাভারে ধরা পড়ে ফেরেন তিনি। এতে ফাইনালের টিকিট কাটতে বাংলাদেশের প্রয়োজন পড়ে মাত্র এক রান। জবাব দিতে নেমে প্রথম বলে সুইয়াশ শর্মার বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন ইয়াসির আলী। দ্বিতীয় বল করতে এসে হোয়াইট দেন সুইয়াশ। তাতেই প্রথমবারের মতো এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রাখল বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৯৪ রান সংগ্রহ করে লাল-সবুজের দল। জবাবে নেমে শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচ ড্র করে বাংলাদেশ। শেষ পর্যন্ত সুপার ওভারে গড়ানো ম্যাচে জয় পায় আকবর আলীরা। দেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন হাবিবুর রহমান সোহান। ৪৬ বলে ৬৫ রান করেন এই ওপেনার। এদিন ওপেনিং জুটি ছিল ৪৩ রানের। জিসান আলী ২৬ রানে ফিরলে ভাঙে এ জুটি। এরপর জাওয়াদ আবরারকে নিয়ে ফের প্রতিরোধ গড়ে তোলেন সোহান। তবে এ জুটিও বড় হয়নি। জাওয়াদ ব্যক্তিগত ১৩ রানে ক্যাচ আউট হলে ৩৩ রানে ভাঙে পার্টনারশিপ। বাংলাদেশ দলের তৃতীয় জুটিও ছিল ছোট। বরং শেষ দিকে আসা-যাওয়ার মিছিল ছিল লক্ষ্যণীয়। যদিও একপ্রান্ত আগলে প্রতিপক্ষের ওপর ঝড় বইয়ে দেন এসএম মেহেরাব। ২৬৬ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে ১৮ বলে ৪৮ রান করেন তিনি। বাংলাদেশি এই অলরাউন্ডার দৌড়ে যতটা না রান তুলেছেন, তার চেয়েও বেশি চার-ছক্কা মেরেছেন। অপরাজিত ইনিংসে ১টি চার ও ৬টি ছক্কা আসে তার ব্যাট থেকে। শেষ সময়ে ইয়াসির আলীর সহযোগিতা পান মেহেরাব। দুজন পাল্লা দিয়ে ভারতের বোলারদের ওপর ঝড় তোলেন। এদিন ইয়াসির ৯ বলে ১৭ রান করেন। ২টি চার ও ১টি ছক্কা ছিল তার ইনিংসে। তাতেই ১৯৫ রানের পুঁজি পায় বাংলাদেশ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

