![]() বরগুনার স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ
২৭ November ২০২৫ Thursday ৬:১৮:৩৩ PM
বেতাগী ((বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার বেতাগীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এ আদেশ দেন। এসময় দণ্ডিতকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তের নাম মহাসিন কাজী। তিনি বরগুনার বেতাগী উপজেলার সরিষা মুড়ি ইউনিয়নের মরহুম ওহাব কাজীর ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সকালে মক্তবে যাওয়ার সময় ভুক্তভোগী ছাত্রীকে রাস্তায় একা পেয়ে গলায় চাকু ধরে ধর্ষণ করে। এ ঘটনার ভুক্তভোগীর মা বাদী হয়ে ঘটনার পরের দিন বেতাগী থানায় মামলা দায়ের করেন। পরে তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মহাসিন কাজীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। পরে বিচারক প্রক্রিয়া শেষ মহাসিন কাজীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। রায়ের পর দণ্ডিত মহাসিন কাজীকে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজুয়ারা সিপু বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মহাসিন কাজী নামে এক আসামির ফাঁসির আদেশ দেয়া হয়েছে। একই সঙ্গে আসামিকে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আদালতের এ রায়ে আমরা সন্তুষ্ট।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

