![]() ঝালকাঠিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে রোগীদের ভোগান্তি চরমে
৩ December ২০২৫ Wednesday ২:৪৬:৪৪ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() ঝালকাঠিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে । এর ফলে ঝালকাঠি সদর হাসপাতালে প্যাথলজি, এক্সে ও ঔষুধ সরবরহ চার ঘন্টা বন্ধ ছিল। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পরে। বুধবার সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠি সদর হাসপাতাল চত্ত্বরে তিন ঘন্টা ব্যাপী এ কর্মবিরতি পালন করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা । এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এসোসিয়েশন ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. আব্দুল সত্তার, সাধরণ সম্পাদক জ্যোতিস শিকদার, বেসরকারি ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিক এসোসিয়েশন ঝালকাঠি জেলা শাখার সভাপতি কেএম জহিরুল ইসলাম বাদল। বক্তারা বলেন, আমরা কর্মক্ষেত্রে আজ বৈষম্যের শিকার। অতি দ্রুত আমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানাচ্ছি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

