" />
AmaderBarisal.com Logo

নলছিটিতে নতুন ইউএনওর যোগদান


আমাদেরবরিশাল.কম

৩ December ২০২৫ Wednesday ৪:৩৩:১০ PM

নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জোবায়ের হাবিব। বুধবার (৩ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কমর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।

নলছিটিতে যোগদানের আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নবাগত এই কর্মকর্তাকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজন করা হয়। তার যোগদান উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু মোঃ ইফাদ ইশতিয়াক,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি রিজভী আহমেদ সবুজ,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ওবায়দুল ইসলাম নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম । 

তারা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং তার কার্যকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।