![]() বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: কলাপাড়ায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
৩ December ২০২৫ Wednesday ৭:২৩:২২ PM
![]() প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কলাপাড়া উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে দলীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার আসর নামাজ শেষে বিকেল চারটায় কলাপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া ও মোনাজাতে মহিলা দলসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দেশনেত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য কামনা করে মুনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নার্গিস আক্তার, সাধারণ সম্পাদক কলাপাড়া উপজেলা মহিলা দল; ফারজানা স্বামী, সভানেত্রী কলাপাড়া পৌর মহিলা দল; এবং ফাতেমা নাসরিন সীমা, সাংগঠনিক সম্পাদক কলাপাড়া উপজেলা মহিলা দল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাজী হুমায়ূন শিকদার, সভাপতি কলাপাড়া উপজেলা বিএনপি, এবং গাজী মোহাম্মদ ফারুক, সভাপতি কলাপাড়া পৌর বিএনপি। দোয়া মাহফিল শেষে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর রোগমুক্তির জন্য কলাপাড়াসহ সারাদেশের মানুষ দোয়া করছে। তাঁরা দেশনেত্রীর চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

