" />
AmaderBarisal.com Logo

ঢালঢোল পিটিয়ে শেষ পর্যন্ত ইজারায়ই চলে গেল স্টিমার পিএস মাহসুদ


আমাদেরবরিশাল.কম

৪ December ২০২৫ Thursday ৪:৩২:৪৯ PM

বিশেষ প্রতিনিধি:

রাষ্ট্রীয় নৌ বানিজ্য প্রতিষ্ঠান বিআইডব্লিউটিসি বহু ঢাকঢোল পিটিয়ে ঢাকা-বরিশাল-ঢাকা নৌপথে চালু করা পর্যটক সার্ভিস এর ঐতিহ্যবাহী ‘পিএস মাহসুদ’ নৌযানটিও শেষ পর্যন্ত ইজারা প্রদান করেছে। ‘গ্রীন টুর এন্ড ট্রাভেলস’ নামের একটি প্রতিষ্ঠান মাসে ৩ লাখ ৪১ হাজার টাকার বিনিময়ে আগামী  দু’বছরের জন্য পিএস মাহসুদ এর ইজারা গ্রহণ করেছে। আগামী ৫ ডিসেম্বর নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন  পিএস মাহসুদে বরিশালে আসবেন। বিআইডব্লিউটিসি’র তত্ত্বাবধানে এটাই সম্ভবত পিএস মাহসুদ এর শেষ পর্যটক সার্ভিস। ১২ ডিসেম্বর কয়েকজন বিদেশী কূটনীতিক নিয়ে নৌযানটি ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত নৌবিহারের কথা রয়েছে। তবে সংস্থা চাচ্ছে যতদ্রত সম্ভব ইজারাদার নৌযানটি গ্রহণ করুক।
বানিজ্যিক পরিচালন থেকে প্রায় ৫ বছর বাইরে থাকার পরে বিপুল অর্থ ব্যায়ে মেরামত ও সংরক্ষন কাজ সমাপ্ত করে পিএস মাহসুদ গত ২৮ নভেম্বর ‘পর্যটক সার্ভিস’ হিসেবে ঢাকা থেকে বরিশালে এবং ২৯ নভম্বর ঢাকায় ফেরত যায়। নৌযানটির দ্বিতীয় বানিজ্যিক পরিচালনে নৌ পরিবহন উপদেষ্টা বরিশাল সফরের মধ্যে দিয়ে রাষ্ট্রীয় নৌ বানিজ্য প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় প্যডেল জাহাজটির শেষ বানিজ্যিক পরিচালন সম্পন্ন হচ্ছে।
‘গ্রীন টুর এন্ড ট্রাভেলস’ মাসে ৩ লাখ ৪১ হাজার টাকায় পিএস মাহসুদ ইজারা গ্রহণ করছে। এরমধ্যে নৌযানটিতে সংস্থার যে ৬ কর্মকর্তা-কর্মচারী  থাকবেন তাদের বেতন-ভাতা বাবদ ২ লাখ টাকা এবং ইজারামূল্য বাবদ ১ লাখ ৪১ হাজার টাকা পরিশোধ করবে ইজারাদার। ইজারাদারের সাথে যে দু’বছর মেয়াদী চুক্তি করেছে সংস্থাটি,তারমধ্যে ৬ মাসের ভাড়া আগাম পরিশোধ করা হয়েছে। নৌযানটির হালকা সব মেরামত ইজারাদার করবে এবং ভারী মেরামত সংস্থাটির দায়িত্বে করার বিধান রয়েছে চুক্তি মূল্যে।
তবে নৌযানটি কবে কোথায় কতদিন চলাচল করবে তা ইজারাদার তার বানিজ্যিক সুবিধার বিবেচনায় নির্ধারন করবে বলে জানা গেছে। বিআইডব্লিউটিসি নৌযানটি ঢাকা ও বরিশাল থেকে যথাক্রমে শুক্র ও শনিবার সকালে পরিচালনের যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তা সম্ভবত ঠিক থাকছে না বলেও জানা গেছে।
এ ব্যাপারে বুধবার বিকেলে বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সলিম উল্লাহ বলেন, আমরা পর্যটন বিকাশের স্বার্থেই পিএস মাহসদু কে একটি দক্ষ ট্যুর অপারেটরকে দায়িত্ব দিচ্ছি। তবে ‘বিশ^ ঐতিহ্যের কোন নৌযান ইজারা দেয়া যায় কিনা’, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নৌযানটির সঠিক ব্যবহার ও দেশের পর্যটন বিকাশের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছি’।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।