![]() গৌরনদীতে পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা, আহত যুবক ফের আটক
৪ December ২০২৫ Thursday ৯:৩৩:৪৫ PM
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের গৌরনদীতে চোর সন্দেহে আটক এক যুবক পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে পুকুরে ঝাঁপ দেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন মিশনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরের একটি ঘর থেকে আহত অবস্থায় প্রকাশ মজুমদার (২২) নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে নেওয়ার পথে হঠাৎ গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি থেকে নেমে দৌড়ে মিশনের পুকুরে ঝাঁপ দেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ধাওয়া করে তাকে উদ্ধার করে পুনরায় হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, আটককৃত প্রকাশ মজুমদার আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের বিমল মজুমদারের ছেলে। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় বিস্তারিত জানা যায়নি। মন্দির কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

