" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবলে শের-ই বাংলা ফজলুল হক কলেজ চ্যাম্পিয়ন


আমাদেরবরিশাল.কম

৪ December ২০২৫ Thursday ১০:২৬:১৫ PM

 ঝালকাঠি প্রতিনিধি:

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে ঝালকাঠি পৌর স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানির প্লাকার্ড তুলে দেন। 

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও ক্রীড়া সংগঠকরা। 

ফাইনাল ম্যাচে বিনয়কাঠি শের-ই বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজ দল টাইব্রেকারে ঝালকাঠি সরকারি কলেজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

 জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজিত এ টুর্নামেন্ট ২ ডিসেম্বর শুরু হয়ে ৪ ডিসেম্বর শেষ হয়। জেলার চারটি উপজেলার ১২টি কলেজ এতে অংশ নেয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।