" />
AmaderBarisal.com Logo

দুই শত স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান


আমাদেরবরিশাল.কম

৫ December ২০২৫ Friday ৩:৩০:৪৬ PM

কলাপাড়া ((বরিশাল) প্রতিনিধি:

‘প্রত্যেকটি অবদানই গুরুত্বপূর্ণ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকতের ঝাউবাগান সংলগ্ন এলাকায় শুরু হয় সাগরসৈকত পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান। আয়োজন করে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ–কলাপাড়া ও তালতলী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি)। এতে যোগ দেন দুই উপজেলার প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক। সঙ্গে ছিল উপজেলা প্রশাসন, কুয়াকাটা পৌরসভা ও কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির প্রতিনিধিরা।

স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সৈকতের বিভিন্ন পয়েন্টে প্লাস্টিক, বোতল, পলিথিন ও পরিত্যক্ত বর্জ্য সংগ্রহ করা হয়। পর্যটক ও স্থানীয়দের পরিবেশ সচেতন করতে আয়োজনস্থলে মাইকিং করা হয়। পাশাপাশি দ্বীপাঞ্চলের অন্যতম পর্যটনকেন্দ্রটিকে পরিচ্ছন্ন রাখতে স্থাপন করা হয় পাঁচটি ডাস্টবিন। ভবিষ্যতে ‘ময়লা ফেলার নির্দিষ্ট স্থান’ হিসেবে স্থায়ী একটি বিনও চালু করা হয় বলে আয়োজকরা জানান।

অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে পরিচ্ছন্ন রাখা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; এটি আমাদের সবার অভ্যাসে পরিণত করতে হবে। স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি প্রধান বার্টিন গমেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল আলম, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান এবং কুয়াকাটা বীচ ব্যবস্থাপনা কমিটির সদস্য মতিয়ার রহমান।

স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মতে, শীত মৌসুমে প্রতিদিন হাজারো পর্যটক সৈকতে ভিড় করেন। নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতা না থাকায় বর্জ্য জমে পরিবেশের ওপর চাপ বাড়ে। এমন উদ্যোগ সমুদ্রসৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।