" />
AmaderBarisal.com Logo

বানারীপাড়ায় বখাটের কাস্তের আঘাতেকলেজ শিক্ষার্থীর মুখমন্ডল ক্ষত বিক্ষত


আমাদেরবরিশাল.কম

৫ December ২০২৫ Friday ১১:০৩:০৬ PM

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

বরিশালের বানারীপাড়ায়  বখাটের ধারালো কাস্তের আঘাতে জিদনী নামের এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।  বৃধবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলার পশ্চিম শিয়ালকাঠি গ্রামে বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী জিদনিদের বাড়িতে একই গ্রামের বখাটে মাদকাসক্ত সজিব প্রবেশ করে তার গলায় থাকা স্বর্নের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় জিদনী তাকে বাধা দিলে সজিবের সঙ্গে থাকা ধারালো কাস্তে দিয়ে সে তার মুখমন্ডল ও হাত কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জিদনীকে স্বজনরা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে  সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে  রেফার্ড করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সজিবের দুই ভাইয়ের সহায়তায় স্থানীয় লোকজন বখাটে সজিবকে আটক করে রশি দিয়ে বেঁধে আহত জিদনীদের বাড়িতে নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে তারা গিয়ে সজিবকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ওই আহত ছাত্রীর পিতা জাকির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে সজিবের বিরুদ্ধে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। সজিব উপজেলার বাইশারী ইউনিয়নের পশ্চিম শিয়ালকাঠী গ্রামের মোহাম্মদ আলী বেপারীর ছেলে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে আসামী সজিবকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এদিকে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার ঘটনায় কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবকসহ এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বখাটে সন্ত্রাসী সজিবের দৃষ্টান্তমূলক শাস্তর দাবি জানিয়েছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।