" />
AmaderBarisal.com Logo

বাবুগঞ্জ-মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন আজ


আমাদেরবরিশাল.কম

৬ December ২০২৫ Saturday ৩:৩২:০৪ PM

নিজস্ব প্রতিনিধি:

বহুল প্রত্যাশিত বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা মহাসড়কের (জেড-৮০৩৪) ৮ম কিলোমিটার আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তুর স্থাপন হতে যাচ্ছে।

শনিবার (৬ ডিসেম্বর) ভিত্তি প্রস্তুর স্থাপন করবেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌ পরিবহণ মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

সেতুটি নির্মিত হলে বরিশালসহ বিভিন্ন বিভাগের সঙ্গে চারটি উপজেলা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা-মেহেন্দিগঞ্জ অঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে এবং মেঘনাপারের মানুষগুলোর নদী পারাপারের ভোগান্তি থেকে হাজারো মানুষ মুক্তি পাবেন বলে স্থানীয়রা আশাবাদ প্রকাশ করেছেন।

উদ্যোগটি বাস্তবায়ন করবেন সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ। 

এই সেতু নির্মাণ এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।