![]() বরিশালে চু’রি করা মালামাল আনতে গিয়ে জনতার হাতে দুই চো’র আটক
৮ December ২০২৫ Monday ৯:১৭:০১ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশাল সদর উপজেলার চরমোনাইতে আগে থেকে চুরি করে লুকিয়ে রাখা মালামাল আনতে গিয়ে জনতার হাতে দুই চোর আটক হয়েছে। পরে তাদেরকে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সোমবার ( ৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চাঁদের হাটের একটি দোকানে আগে থেকে চুরি করে লুকিয়ে রাখা মালামাল আনতে গিয়ে জনতার হাতে আটক হয় তারা। স্থানীয়রা জানায়, সম্প্রতি সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চাঁদের হাটের একটি ডেকরেটরের দোকানে চুরি করে মালামাল পাশের ঝোপের মধ্যে লুকিয়ে রাখে। পরে সোমবার বিকেলে সেই মালামাল আনতে গিয়ে জনতার হাতে আটক হয় তারা। এ সময় তাদের এক সহযোগী দৌড়ে পালিয়ে যায়। পরে তাদের আটকে রেখে পুলিশকে খবর দিলে তারা এসে তাদেরকে নিয়ে থানায় যায়। বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম জানায়, স্থানীয়রা দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

