" />
AmaderBarisal.com Logo

প্রেমের টানে চীন থেকে মঠবাড়িয়ায় যুবক, অতঃপর…


আমাদেরবরিশাল.কম

৮ December ২০২৫ Monday ১০:৩৭:০০ PM

মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশের পিরোজপুরের মঠবাড়িয়া  উপজেলার বেতমোর ইউনিয়নের করিমগঞ্জ বাজারে চলে এসেছেন ইব্রাহিম নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৬ ডিসেম্বর) রাতে; যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয়রা বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নিতে না পারায় এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবক হামলার চেষ্টা করলে ওই চীনা যুবক ঢাকায় চলে যান বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, মঠবাড়িয়ার বাবুল হাওলাদারের মেয়ে উর্মি হাওলাদারের সঙ্গে অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে প্রায় এক মাস আগে ইব্রাহিমের পরিচয় ঘটে। পরিচয়ের পর দুজনের ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় গত ৬ ডিসেম্বর রাতে ইব্রাহিম হঠাৎই উর্মির বাড়িতে হাজির হলে এলাকাবাসীর মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

প্রেমিকা উর্মি জানান, অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে আমাদের বন্ধুত্ব হয়। কথা বলতে বলতে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। পরে সে আমাকে এক নজর দেখতে এবং কথা বলতে বাংলাদেশে তথা আমার বাড়িতে চলে আসে। এ সময় শত শত মানুষ আমার বাড়িতে এক নজর দেখার জন্য ভিড় জমায়। তবে আগে সে আমার বাড়িতে আসার কথা আমাকে জানায়নি। 

এছাড়া তিনি আরও জানান, ইব্রাহিম ছাড়াও তার ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন ছেলের সঙ্গে বন্ধুত্ব রয়েছে এবং তাদের সঙ্গে নিয়মিত কথা বলেন। ওই চীনা যুবক আপনাকে বিয়ে করতে চায় কিনা? এ কথা জানতে চাইলে সেটা পরে ভেবে দেখব বলে জানান। 

ঘটনাটি নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা চলছে। স্থানীয়রা বিষয়টিকে অস্বাভাবিক এবং চাঞ্চল্যকর বলে মন্তব্য করেছেন। একপর্যায়ে গ্রামের উচ্ছৃঙ্খল যুবকরা চীনা যুবককে হেনস্তারও চেষ্টা করে। পরে ওই চীনা যুবক ইব্রাহিম ঢাকায় চলে যান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।