![]() গলাচিপা – দশমিনা আসনের মানুষ জোট চায়না ধানের শীষে ভোট দিতে চায় বিএনপির প্রার্থী চায়
৮ December ২০২৫ Monday ১১:২৪:৪৬ PM
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে রনগোপালদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য হাসান মামুন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সানু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফখরুজ্জামান বাদল। জনসভায় সভাপতিত্ব করেন হেমায়েত হোসেন হাওলাদার সভাপতি রণগোপালদী ইউনিয়ন বিএনপি সঞ্চালনায় ছিলেন আনোয়ার হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক রণগোপালদি ইউনিয়ন বিএনপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ খোরশেদ আলম, প্রভাষক এনামুল হক, এডভোকেট ওহাব হোসেন চৌধুরী, বাবু ওসিম কুমার, নান্টু হোসেন হাওলাদার, এমদাদ হোসেন জমাদ্দার, জোবায়ের হোসেন আক্কাস প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমি হাসান মামুন আপনাদের এলাকার সন্তান কোন জাতীয় নেতা নই, আপনাদের যেকোন সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব তিনি আরো বলেন, গলাচিপা দশমিনা আসনের মানুষ জোট চায়না ধানের শীষে ভোট দিতে চায় বিএনপির প্রার্থী চায়। যদি এই এলাকায় জোটের প্রার্থী থাকেও তারপর ও তারা বিএনপির প্রার্থী চায়। এবং এই এলাকায় অবশ্যই বিএনপির প্রার্থী থাকবে ইনশাআল্লাহ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

