![]() দুই নেতার মৃত্যুতে বরিশাল-২ আসনের সাবেক এমপি মনি’র গভীর শোক
৯ December ২০২৫ Tuesday ৪:১৩:০২ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ![]() বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মোল্লা ও বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুর মৃত্যুতে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে এক শোক বার্তায় তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিবেদিত প্রাণ এ দুই নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ,তাদের রুহের মাগফেরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রসঙ্গত, গত শনিবার (৬ ডিসেম্বর) সকালে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু ও মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মোল্লা ইন্তেকাল করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

