![]() বাবুগঞ্জে নারিকেল গাছের মাথায় উঠে পড়া শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
১৫ December ২০২৫ Monday ৯:০১:৩১ PM
![]() বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:বরিশালের বাবুগঞ্জে প্রায় ৬০ ফুট উঁচু একটি নারিকেল গাছের মাথায় উঠে আর নামতে না পারা এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উদ্ধার হওয়া শিশুর নাম মো. আল-আমিন (১১)। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বাবুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল অভিযান চালিয়ে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল প্রায় ১১টার দিকে বাবুগঞ্জ বাজারের পুরাতন খেয়াঘাট এলাকায় একটি উঁচু নারিকেল গাছে উঠে পড়ে আল-আমিন। পরে সে গাছ থেকে নামতে না পারায় স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টার পর বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে ফায়ার ফাইটাররা গাছে উঠে শিশুটিকে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হন। পরে তাকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম লিডার জাহিদুল ইসলাম জানান, বাবুগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় একটি প্রায় ৬০ ফুট উঁচু নারিকেল গাছের মাথায় শিশুটি আটকে পড়েছিল। ফায়ার ফাইটাররা বিশেষ সতর্কতা অবলম্বন করে গাছে উঠে শিশুটিকে উদ্ধার করেন। এ সময় শিশুটি সম্পূর্ণ অক্ষত ছিল। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

