" />
AmaderBarisal.com Logo

পরিশুদ্ধ অন্তরের মানুষ দুনিয়া ও আখিরাতে সর্বাধিক সম্মানিত হবে : ছারছীনার পীর সাহেব


আমাদেরবরিশাল.কম

১৭ December ২০২৫ Wednesday ৯:৫১:১০ PM

নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন—মানুষের দুটি বিষয় মহান আল্লাহ তায়ালার দরবারে অত্যন্ত মূল্যবান। একটি হলো বান্দার পরিশুদ্ধ অন্তর, আরেকটি হলো নেক আমল। মনে রাখতে হবে, আল্লাহ আমাদের বাহ্যিক চেহারা, চাল-চলন কিংবা বিত্ত-বৈভবের প্রতি কখনোই দৃষ্টিপাত করেন না। পক্ষান্তরে যাদের অন্তর হবে পরিষ্কার তথা কলুষতামুক্ত, অন্তর শিরক ও কুফরির মতো ময়লা-আবর্জনা থেকে পবিত্র থাকবে, তারাই হবে সফলকাম।

এক কথায়, যাদের অন্তর ঈমান, ইখলাস ও সঠিক আকিদায় পরিপূর্ণ থাকবে, যারা বিদআতকে ঘৃণা করবে এবং সুন্নতের প্রতি মহব্বত রাখবে, তারাই ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করবে। সর্বোপরি, পরিশুদ্ধ অন্তরের মানুষ দুনিয়া ও আখিরাতে সর্বাধিক সম্মানিত হবে।

পীর সাহেব কেবলা আরও বলেন—বর্তমান দ্বীন ইসলামের শিক্ষা ব্যবস্থার ক্রান্তিলগ্নে সহশিক্ষার ছোবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার নিমিত্তে দীনিয়া মাদরাসা প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করা একান্ত প্রয়োজন। কাজেই আমাদের সন্তান-সন্ততি, নাতি-নাতনীদের কিতাবি ও সঠিক আকিদা ও আমলি আলেম হিসেবে গড়ে তুলতে দীনিয়া মাদরাসায় লেখাপড়ার কোনো বিকল্প নেই।

আজ ১৭ ডিসেম্বর, রোজ বুধবার, বাদ জোহর পিরোজপুরের নেছারাবাদ উপজেলাধীন সুটিয়াকাঠী জোড়াব্রিজস্থ আলহাজ্ব আব্দুর রঊফ নেছারিয়া দীনিয়া-হাফেজিয়া ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঈছালে সাওয়াব দোয়া মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর সাহেব কেবলা এসব কথা বলেন।

মাহফিলে মাদরাসা থেকে হেফজ সম্পন্নকারী ৫৩ জন হাফেজে কুরআনকে হযরত পীর সাহেব কেবলা দস্তারবন্দি করান। তাদেরকে মাদরাসার পক্ষ থেকে ক্রেস্ট, পাগড়ি, জায়নামাজ ও জামা-পায়জামার কাপড় প্রদান করা হয়।

মাহফিলের প্রথম দিনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন—ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়ার মুদীর মাওলানা মাহমুদুল মুনীর হামীম, মুফতি মাওলানা মোঃ হায়দার হোসাইন এবং ঢাকা মিরপুর জনকল্যাণ জামে মসজিদের খতিব মাওলানা শামসুল আলম মোহেব্বী।

দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন—বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা মোঃ নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব এবং হযরত পীর সাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, কাউখালি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহসান হাবিব, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মোঃ কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।