![]() হামলাকারীকে দ্রুত গ্রেফতারের দাবি হাদির বোনের
১৮ December ২০২৫ Thursday ৮:০৩:৩১ PM
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ওসমানের বিদ্যাপীঠ ঝালকাঠির নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ দাবি জানান তার বোন ও ভগ্নিপতি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ওসমান হাদির বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন উপস্থিত ছিলেন। এনসিপি ঝালকাঠি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির জেলা সংগঠক ওমর ফারুক আবু হানিফ, তেজগাঁও থানার যুগ্ম সমন্বয়কারী ইমরান খান, নলছিটি উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক রাকিব ফকির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

