" />
AmaderBarisal.com Logo

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে কলাপাড়ায় বিক্ষোভ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত


আমাদেরবরিশাল.কম

১৯ December ২০২৫ Friday ৫:৫০:৩৮ PM

সৈয়দ রাসেল, কলাপাড়া.জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্র-জনতার আয়োজনে আজ শুক্রবার বাদ-জুমা পৌরশহরে এক বিক্ষোভ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিভিন্ন ভারতবিরোধী স্লোগান দেয়।

পরে হাফেজ মো বায়েজিদের পরিচালনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পৌরশহরে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।