" />
AmaderBarisal.com Logo

বিএনপির প্রার্থী সান্টুর সাথে নবনির্বাচিত উজিরপুর উপজেলা যুবদলের কমিটির শুভেচ্ছা বিনিময়   


আমাদেরবরিশাল.কম

১৯ December ২০২৫ Friday ১০:০৬:৩৭ PM

নিজস্ব প্রতিনিধি:

বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সাথে উজিরপুর উপজেলা যুবদলের নবনির্বাচিত আংশিক কমিটির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উজিরপুর উপজেলার গুঠিয়ায় সংসদ সদস্য প্রার্থীর ভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা যুবদলের নবনির্বাচিত কমিটির সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ, সিনিয়র সহ-সভাপতি এসএম কাইউম, সাধারণ সম্পাদক মো.মনির হোসেন মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.ফজলুল হক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ সিকদার।

উপস্থিত ছিলো উপজেলা যুবদলের একাধিক নেতাকর্মী। নবনির্বাচিত উজিরপুর উপজেলা যুবদলের কমিটির পক্ষ থেকে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এসময় বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে যুবদলের নেতাকর্মীরা অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এছাড়া বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু নবনির্বাচিত উজিরপুর উপজেলা যুবদলের কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।