![]() দলীয় সিদ্ধান্ত উপেক্ষা: বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন ইঞ্জিনিয়ার সোবহান
২১ December ২০২৫ Sunday ২:০৬:১৬ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) বরিশাল-১ আসন থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগৈলঝাড়া উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসরিন বেগম জানান, একই দিনে অপর এক স্বতন্ত্র প্রার্থী আব্দুস সত্তারের পক্ষেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, বরিশাল-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জাহির উদ্দিন স্বপন। দলীয় প্রার্থী ঘোষণার পর ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সমর্থকরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। তবে দলীয় সিদ্ধান্তে পরিবর্তন না আসায় শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামার সিদ্ধান্ত নেন এবং মনোনয়নপত্র সংগ্রহ করেন। ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের এই পদক্ষেপকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—এতে নির্বাচনী লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নির্বাচনকে ঘিরে বরিশালের বিভিন্ন আসনে একাধিক প্রার্থী মাঠে নামায় আগামী দিনে রাজনৈতিক কর্মসূচি, গণসংযোগ ও প্রচারণা আরও জোরদার হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

