![]() ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থী ইলেন ভূট্টোর মনোনয়নপত্র সংগ্রহ
২২ December ২০২৫ Monday ২:৫৪:০৮ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() ঝালকাঠি-২ (সদর উপজেলা ও নলছিটি) আসন থেকে বিএনপি মনোনিত সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে হাজির হয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইলেন ভূট্টো।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে ইলেন ভূট্টো সাংবাদিকদের বলেন, ৫ আগস্টের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়। এই গণতান্ত্রিক দেশ দ্বিতীয় বারের মত স্বাধীন হয়েছে। এ জন্য এ দেশের শান্তিপ্রিয় মানুষকে লড়াই করতে হয়েছে। জেল-জুলুম গুম-খুনের অবসান হয়েছে। জাতীয় ঐক্যের কারণেই ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

