" />
AmaderBarisal.com Logo

নুরুল হকের জন্য পটুয়াখালী-৩ আসন ছাড়লো বিএনপি, মনোনয়ন ফরম সংগ্রহ


আমাদেরবরিশাল.কম

২৪ December ২০২৫ Wednesday ৬:১৯:৪৮ PM

গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি:

পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী যুগপৎ আন্দোলনের শরিক দল গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনটি ছেড়ে দিয়েছে বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসন বরাদ্দের এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি জানায়, নুরুল হক নুরের দল গণ অধিকার পরিষদসহ আরও সাতটি শরিক দল নিজ নিজ প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নেবে। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না।

এদিকে একই দিন দুপুর ১২টার দিকে দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নুরুল হক নুরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন নুরুল হক নুরের বাবা ইদ্রিস হাওলাদার, ঢাকা উত্তর মহানগর গণ অধিকার পরিষদের সহসভাপতি মিজানুর রহমান হাওলাদার, পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সাবেক সদস্যসচিব শাহ আলম শিকদার ও যুগ্ম সদস্যসচিব ছাদ্দাম মৃধা।

এছাড়া গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টার, সদস্যসচিব জাকির হোসেন, দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকন, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিলন মিয়াসহ উপজেলা, জেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।