" />
AmaderBarisal.com Logo

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মোস্তফা জামাল হায়দার


আমাদেরবরিশাল.কম

২৪ December ২০২৫ Wednesday ৬:২৫:৩২ PM

পিরোজপুর প্রতিনিধি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি তার সমমনাদের জন্য আরও ৯ আসনে ছাড় দিয়েছে। এর মধ্যে পিরোজপুর-১ (সদর, নাজিরপুর, ইন্দুরকানী) আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে সমর্থন দিয়েছে বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এর আগে, গত ৩ নভেম্বর ২৩৭ আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। ঘোষিত ২৩৭ আসনের তালিকায় পিরোজপুর জেলার তিনটি আসনের মধ্যে পিরোজপুর ২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) ও পিরোজপুর ৩ (মঠবাড়িয়া) আসনের প্রার্থী চূড়ান্ত করলেও ঝুলে থাকে পিরোজপুর ১ আসনের মনোনয়ন। সে সময় পিরোজপুর ২ আসনে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে ও ভান্ডারিয়া বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমনকে মনোনয়ন দেওয়া হয় এবং পিরোজপুর ৩ আসনে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমীন দুলালকে মনোনয়ন দেয় দলটি। তবে পিরোজপুর ১ আসনে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করলেও কাউকেই মনোনয়ন দেয়নি দল। পরে আজ যুগপৎ আন্দোলনের সঙ্গীদের জন্য আরও ৯ আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দেয় বিএনপি। সেখানে পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে সমর্থন দেওয়া হয়। এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলটির নেতাকর্মীদের মাঝে।

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, ‘আমাদের দলের সিদ্ধান্ত সবার আগে। কিন্তু মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে প্রচণ্ড হতাশা রয়েছে। তবে দল যেহেতু তাকে মনোনয়ন দিয়েছে আমরা তার পিছনে কাজ করব।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।