![]() তারেক রহমানকে স্বাগত জানাতে ১৫টি লঞ্চে রওনা হয়েছেন ভোলার নেতাকর্মীরা
২৪ December ২০২৫ Wednesday ৮:৫৯:১৭ PM
ভোলা প্রতিনিধি: ![]() বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনাকে স্মরণীয় করে রাখতে দ্বীপজেলা ভোলা থেকে ঢাকায় যাচ্ছেন দলের উচ্ছ্বসিত নেতাকর্মীরা। জেলার ৭টি উপজেলা থেকে ঢাকায় যাওয়ার জন্য স্থানীয় বিএনপির পক্ষ থেকে ১৫টি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে লঞ্চগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে দিয়েছে। এছাড়া সকাল থেকেই ব্যক্তিগত উদ্যোগে সড়ক ও নৌপথে ঢাকায় রওনা হয়েছেন অনেকে। অগ্রবর্তী টিম হিসেবে বুধবার সকালেই ভোলা থেকে ঢাকায় রওনা হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম নবী আলমগীর। তিনি জানান, জেলার ৭ উপজেলার নেতাকর্মীদের ঢাকায় যাওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে ১৫টি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর বিভিন্ন ঘাট থেকে লঞ্চগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। গোলাম নবী আলমগীর আরও বলেন, ‘ভোলা থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মী তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর তারেক রহমানের দেশে ফেরা একটি ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতেই নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।’ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন জানান, বুধবার রাত ১০টায় ভোলার ইলিশা ঘাট থেকে সদর উপজেলার নেতাকর্মীদের নিয়ে ২টি লঞ্চ ঢাকার উদ্দেশে রওনা হবে। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এমন একটি দিনের জন্য আমাদের ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে। নেতাকর্মীরা সবাই খুব উচ্ছ্বসিত।’ দলীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলা ছাড়াও দৌলতখান থেকে ১টি, বোরহানউদ্দিন থেকে ২টি, তজুমদ্দিন থেকে ১টি, লালমোহন থেকে ২টি, চরফ্যাসন থেকে ৩টি ও মনপুরা থেকে ১টি লঞ্চ নেতাকর্মীদের নিয়ে সুবিধামতো সময়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

