" />
AmaderBarisal.com Logo

পরিচয় মিলল রংপুরের বস্তাবন্দি সেই মরদেহের


আমাদেরবরিশাল.কম

১৯ January ২০২৬ Monday ৫:০৩:৫৩ PM

নিজস্ব প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ উপজেলায় উদ্ধার হওয়া বস্তাবন্দি মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

উদ্ধার হওয়া ওই তরুণীর নাম রিয়া আক্তার। তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুণ্ড গ্রামের মো. মোক্তার হাওলাদারের মেয়ে।

পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, বস্তাবন্দি মরদেহটির পরিচয় না মেলায় প্রযুক্তির সাহায্যে আঙুলের ছাপ নিয়ে রিয়া আক্তারের পরিচয় নিশ্চিত করা হয়।

জানা গেছে, গত ১৫ জানুয়ারি রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাতপুর ইউনিয়নের বটপাড়া এলাকায় রাস্তার পাশে একটি আবাদী জমি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় মরদেহটি নৃশংসভাবে বস্তাবন্দি অবস্থায় ছিল।

বদরগঞ্জ থানা পুলিশ মরদেহ শনাক্তে দেশের সকল থানায় জরুরি বেতার বার্তা পাঠায়। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ও পুলিশের মাধ্যমে হস্তিশুণ্ড গ্রামে পৌঁছালে নিহতের পরিবার রংপুরের উদ্দেশে রওনা হয়। সেখানে ডিএনএ প্রোফাইলিং ও আইনি শনাক্তকরণ শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের পরিবার জানায়, আমরা কল্পনাও করিনি, আমাদের মেয়েকে এভাবে বস্তাবন্দি অবস্থায় ফিরে পাব। রিয়া আক্তার মিরপুর-১৩ একটি পোশাক কারখানায় কাজ করত। পরে সেখানে চাকরি ছাড়ার পর গত ৪-৫ মাস ধরে গাজীপুর চৌরাস্তায় একটি পোশাক কারখানায় কাজ করে। গত ১১ জানুয়ারি সর্বশেষ তার সঙ্গে মোবাইলে যোগাযোগ হয়। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি— তদন্তের মাধ্যমে খুনিদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

বদরগঞ্জ থানার ওসি মো. হাসান জাহিদ সরকার বলেন, গত ১৫ জানুয়ারি বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরে হত্যা মামলা দায়ের করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। মামলার তদন্ত চলছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।