![]() নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪
২৭ January ২০২৬ Tuesday ৬:৫৬:২১ PM
ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নিখোঁজের তিন দিন পর মো. রাইয়ান মল্লিক (৫) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) রাত ১২টার দিকে প্রতিবেশী এক গৃহস্থের গোয়ালঘরের খড়ের গাদার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় এক সংবাদ সম্মেলনে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাইয়ান ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের প্রবাসী রাসেল মল্লিকের ছেলে। সে স্থানীয় পশারিবুনিয়া আফসারিয়া নূরানী কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়াশোনা করত। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ চাচা আব্দুল কাদের মল্লিক শিশুটিকে হত্যার পর লাশ খড়ের গাদায় লুকিয়ে রেখেছেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন: মো. রিয়াদ মল্লিক (১৯), মো. মিজান মল্লিক (৪২), মো. সাইদুল ইসলাম (৩৬) ও মোসা. পারভীন বেগম (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার শিশু রাইয়ান সবার অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয়। তাকে খুঁজে না পেয়ে মা তন্নী আক্তার ভাণ্ডারিয়া থানায় অভিযোগ করেন। পরে ভাণ্ডারিয়া থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল অনুসন্ধান চালিয়ে প্রতিবেশীর খড়ের গাদার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘আসামি রিয়াদ মল্লিককে জিজ্ঞাসাবাদ করলে সে রাইয়ান কোথায় আছে তা জানে বলে জানায়। পরে তাকে সঙ্গে নিয়ে ভাণ্ডারিয়ার ওই এলাকায় অভিযান চালানো হয়। রিয়াদের দেখানো মতে তাদের বসতঘরের সামনের গোয়ালঘর থেকে খড়কুটার ভেতর বস্তাবন্দি অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

