" />
AmaderBarisal.com Logo

সাইবার মামলায় কারাগারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নারী কর্মকর্তা


আমাদেরবরিশাল.কম

২৯ January ২০২৬ Thursday ৪:০২:৫৬ PM

নগর প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দফতরের সহকারী পরিচালক সেলিনা বেগমকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক শুনানি শেষে এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আদালত ও তদন্তকারী কর্মকর্তাকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করায় আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির জামিন নামঞ্জুর করে তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

মামলা সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির সাবেক এক কালচারাল কর্মকর্তা গত বছরের ৫ ডিসেম্বর সেলিনা বেগমের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সাইবার ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত বা সংশ্লিষ্ট আদালত) তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সেলিনা বেগমের বিরুদ্ধে একাধিক বিয়ে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে। সম্প্রতি লালমনিরহাটের ওই কালচারাল কর্মকর্তাকে অফিসকক্ষে আটকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, ‘বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। তাই আদালতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।