![]() পিরোজপুরে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
২৯ January ২০২৬ Thursday ৪:২৬:০৫ PM
নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের নেছারাবাদে বিশেষ অভিযান চালিয়ে স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (২৮ জানুয়ারি) রাত ৩টার দিকে নেছারাবাদ উপজেলার নিজ বাসায় আকস্মিকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতাররা হলেন: একই এলাকার রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী নাসরীন আক্তার (৩০)।
উদ্ধার করা অস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে: ৩৩০ পিস ইয়াবা, ৭ গ্রাম গাঁজা, ১২টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড, দুটি সিসি ক্যামেরা, একটি মেমোরি কার্ড, ছয়টি গ্রাইন্ডার মেশিন, একটি জঙ্গল নাইফসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম। অভিযান শেষে ওই দম্পতিকে উদ্ধার করা আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

