" />
AmaderBarisal.com Logo

বাউফলে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রেখে ফেরি ছেড়ে দেওয়ার অভিযোগ


আমাদেরবরিশাল.কম

২৯ January ২০২৬ Thursday ৬:০৮:৪৫ PM

বাউফল প্রতিনিধিপটুয়াখালীর বাউফলে জরুরি রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে ঘাটে অপেক্ষমাণ রেখে ভিআইপি পারাপারের জন্য ফেরি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, বিপরীত পারে ভিআইপি অবস্থান করায় কোনো যানবাহন ছাড়াই ফেরিটি ছেড়ে যায়।বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে লোহালিয়া নদীর বগা ফেরিঘাটের বাউফল প্রান্তে এ ঘটনা ঘটে।ঘটনার সময় রোগীর স্বজনরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে ফেরির কর্মচারীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পর উপজেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিও ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক জরুরি রোগীর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার বিকেল সাড়ে ৫টায় অপারেশনের সময় নির্ধারিত ছিল। তবে ফেরি ছেড়ে যাওয়ায় অ্যাম্বুলেন্সটিকে ঘাটে প্রায় ৪০ মিনিট অপেক্ষা করতে হয়। যদিও রোগীর নাম ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র পটুয়াখালী নদীবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর তুষার কান্তি বলেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।