" />
AmaderBarisal.com Logo

বাউফলে বিএনপির নির্বাচনী সভা


আমাদেরবরিশাল.কম

২৯ January ২০২৬ Thursday ৬:২০:০০ PM


বাউফল প্রতিনিধি:


এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের শহিদুল আলম তালুকদারের পক্ষে আদাবারিয়া মাদবপুর নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল সারে ৪ টায় আদাবারিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদাবারিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃকবির হোসেন খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ও আদাবারিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোসা.আলেয়া বেগম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন বাউফল পূজা উদযাপন ঐক্যফ্রন্টের সভাপতি পলাশ কুমার দাস, পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব , বিএনপির নেতা শাহিন রেজা সহ আদাবারিয়া ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ মিছিল সহকারে জনসভায় যোগদান করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।