![]() বানারীপাড়ায় রাজনীতিতে নয়া মেরুকরন
৩০ January ২০২৬ Friday ১:১২:১৫ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ![]() বরিশালের বানারীপাড়া উপজেলার রাজনীতিতে বড় ধরনের পটপরিবর্তন শুরু হয়েছে। একদিকে উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা গোলাম মাহমুদ মাহবুব মাস্টারসহ দুই নেতার পদত্যাগ এবং জামায়াতে যোগদানের গুঞ্জন, অন্যদিকে আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী মেয়র ও নেতাদের ধানের শীষের পক্ষে গণসংযোগে নামার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী সরদার শরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে মাহবুব মাস্টারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গত জুলাইতে অনুষ্ঠিত সম্মেলনে বানারীপাড়া উপজেলা সাধারণ সম্পাদকের পদ না পাওয়ায় মাহবুব মাস্টারের অনুসারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটল এই পদত্যাগের মাধ্যমে। মাহবুব মাস্টারের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, আজ শুক্রবার বিকালে উপজেলার বাইশারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর একটি উঠান বৈঠকে তারা বিশাল অনুসারীসহ জামায়াতে যোগদান করবেন। তবে মাহবুব মাস্টার সরাসরি যোগদানের কথা স্বীকার করেননি। তিনি বলেন, ‘আমি রাজনীতিতেই থাকব, কোন দলে যাব দু-এক দিনের মধ্যে জানতে পারবেন।’ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন জানান, পদত্যাগের কথা শুনেছেন। মাহবুব মাস্টারের অভিমান ভাঙিয়ে তাঁকে দলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

