" />
AmaderBarisal.com Logo

পটুয়াখালী-৪: প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর অভিযোগ বিএনপির


আমাদেরবরিশাল.কম

৩১ January ২০২৬ Saturday ১২:৫২:০৩ PM

রাঙ্গাবালী ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ ও তার কর্মী-সমর্থকরা অপপ্রচারে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।

শুক্রবার বেলা ১১টায় রাঙ্গাবালী উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

এর আগে গত ২৮ জানুয়ারি জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় নির্বাচনি প্রচারণায় বাধা ও নারী কর্মী হেনস্তার অভিযোগ করেন খেলাফত মজলিসের দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী জহির উদ্দিন আহমেদ ও তার কর্মী-সমর্থকরা। এর প্রতিবাদে জানাতে বিএনপির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মু. নিয়াজ আকন। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সব দলের প্রার্থীর প্রচার-প্রচারণা চলছে। অথচ হঠাৎ করে খেলাফত মজলিসের দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি তথা ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে। তাদের প্রচারণায় বাধা কিংবা নারী কর্মী হেনস্তার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। তারা যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটা তাদের হীনমন্যতা। তারা তাদের স্বাভাবিক কর্মকাণ্ড রেখে অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিএনপির সুনাম-সুখ্যাতি নষ্ট করার পাঁয়তারা করছে। দলের পক্ষ থেকে আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, আমাদের মনে হয় না তারা নির্বাচন করতে এসেছে। তাদের কর্মকাণ্ডে মনে হয় না তারা নির্বাচনের পরিবেশ স্বাভাবিক থাকুক চায়। তাদের উসকানিমূলক বক্তব্য, অস্পষ্ট ও মিথ্যা বানোয়াট বক্তব্য আমাদের বিব্রত করে, সাধারণ ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করে। সাধারণ ভোটাররা যখন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের চিন্তা করছে, তাদের এসব বক্তব্য এখন সাধারণ মানুষ হুমকি হিসেবে নিচ্ছে। কারণ তারা এই পরিস্থিতি তৈরি করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি মু. রাইসুল ইসলাম কমল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মাহমুদ খোকা মৃধা, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার সজিব মল্লিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ ও শাহাজাদা রহমান প্রমুখ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।