" />
AmaderBarisal.com Logo

গণভোট হলো জাতির ভবিষ্যৎ নির্ধারণী ভোট: বরগুনায় ইসি সানাউল্লাহ


আমাদেরবরিশাল.কম

৩১ January ২০২৬ Saturday ১:৩৭:৫১ PM

বরগুনা প্রতিনিধি:

গণভোটকে জাতির ভবিষ্যতের চলার পথ নির্ধারণী ভোট বলে আখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। গতকাল শুক্রবার বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। 

ইসি বলেন, যাঁরা এখনো ভোট দেওয়ার স্বাদ পাননি, তাঁদের জন্য প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ এল। বিগত নির্বাচনে ফেক আনসার সাজিয়ে কেন্দ্রে রাখা হয়েছিল। সেই সুযোগ এখন আর নেই। বিগত দিনের নির্বাচনের থেকে বর্তমান সময়ে পরিস্থিতি অনেক ভালো। 

পোস্টাল ভোটে কোনো ত্রুটি-বিচ্যুতি রাখা হবে না জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ভোটারের লাইভ লোকেশন ছাড়া কোনো পোস্টাল ভোট গ্রহণ করা হবে না। পোস্টাল ভোট গণনায় সময় বেশি লাগবে। প্রবাস থেকে আসা ব্যালটগুলোর জন্যই সময় বেশি লাগবে। 

নির্বাচন কমিশনার আরও বলেন, প্রত্যন্ত এলাকায় হেলিপ্যাড প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটে কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কমিশন। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার। এ সময় নৌবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব এবং জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।