![]() ডা. মনীষার জন্য মাটির ব্যাংকে সংগ্রহ ১০ হাজার টাকা
৩১ January ২০২৬ Saturday ২:৪৮:২৪ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() একেকটি মাটির ব্যাংক ভাঙার পর বেরিয়ে আসছে ১ থেকে ৫ টাকার কয়েন। ২ টাকা, ১০ টাকা কিংবা ২০ টাকার কাগজের নোট। ১০০ টাকার নোটও ছিল কোনো কোনো ব্যাংকে। বরিশাল-৫ (মহানগর-সদর) আসনে বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর জন্য সমর্থকরা এই টাকা জমিয়েছেন। এই টাকা দেওয়া মানুষগুলো শ্রমজীবী। কেউ রিকশা চালান, কেউ করেন শ্রমিকের কাজ। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ১০টি মাটির ব্যাংক ভাঙা হয়েছে। এতে পাওয়া গেছে প্রায় ১০ হাজার টাকা। বাসদের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ডা. মনীষা জানান, শ্রমজীবী মানুষেরা তাঁর নির্বাচনী তহবিলের জোগান দেন। এর আগে ২০১৮ সালে সিটি করপোরেশন নির্বাচনেও শ্রমিকদের মাটির ব্যাংকে জমানো টাকায় নির্বাচন করেছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তহবিল সংগ্রহে মোট ১০০টি মাটির ব্যাংক বিতরণ করেন। সব ব্যাংক তাঁর নির্বাচনী অফিসে জমা হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রথম দিন ১০টি ব্যাংক ভেঙেছেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় নেতা ইমাম হোসেন খোকনসহ অন্য নেতারা। বিকেলে নগরের রূপাতলী অঞ্চলে মনীষার সমর্থনে নির্বাচনী সমাবেশে বজলুর রশীদ ফিরোজ বলেন, মনীষা বরিশালের সর্বস্তরের জনগণের কণ্ঠস্বর হিসেবে দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছেন। এই লড়াইয়ে মনীষাকে সহ্য করতে হয়েছে জেল, জুলুম, হামলা-মামলাসহ নানা প্রতিকূল পরিস্থিতি। সব পরিস্থিতি মোকাবিলা করেও মনীষাকে দমানো যায়নি। তিনি তাঁর লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন, সামনেও রাখবেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

