![]() পিরোজপুরে শিক্ষা সফরের বাসে জয় বাংলা স্লোগান, ভিডিও ভাইরাল
৩১ January ২০২৬ Saturday ৩:০১:৫৫ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা সফরের সময় বাসে একদল শিক্ষার্থীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয় বাংলা স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত ২৮ জানুয়ারি শিক্ষা সফরে শিক্ষার্থীরা নিজেরাই এই ভিডিও করে। পরে শুক্রবার সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিগত সময়ে ক্ষমতায় থাকা নিষিদ্ধ আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ ভিডিও পোস্ট করেন। মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি। নিষিদ্ধ আওয়ামী লীগের ওই নেতাকর্মীরা শিক্ষার্থীদের সাধুবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেন। অপরদিকে এ ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে জুলাই আন্দোলনের পক্ষের লোকজন। জানা গেছে, বুধবার (২৮ জানুয়ারি) সাতক্ষীরার মন্টু মিয়ার বাগানবাড়িতে শিক্ষা সফরে যায় পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। যাওয়ার সময় বাসে শিক্ষার্থীদের একটি অংশ জয় বাংলা ও শেখ হাসিনার নাম উল্লেখ করে স্লোগান দিয়ে গানের সুরে উচ্ছ্বাস প্রকাশ করে তারা নিজেরাই এ ভিডিও ধারণ করে। এরপর শুক্রবার সকাল থেকে এ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষকে দায়ী করছে অভিভাবকরা। তাদের দাবি বিগত সময় ও বর্তমান সময়ে এ শিক্ষাপ্রতিষ্ঠানটির দায়িত্বে থাকারা অতিরিক্ত রাজনৈতিক সংশ্লিষ্টতা দেখিয়েছে। যার ফলে নেতিবাচক প্রভাব পড়েছে প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থায়। নানা সময় শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে রাজনৈতিক কর্মসূচিতে। দেশে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পরে এ অবস্থার পরিবর্তন হয়নি। দেখা গেছে আরও বেশি রাজনৈতিক সংশ্লিষ্টতা। কলেজ কর্তৃপক্ষ নিজেরাই আয়োজন করেছে নানা কর্মসূচি। এসব কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এসব কারণে অভিভাবকদের মধ্যে রয়েছে হতাশা। তবে তাদের দাবি, আমাদের পক্ষে এ বিষয় শক্ত অবস্থান নিয়ে অভিযোগ করার সুযোগ কোথায়? তবে আমরা এটা চাই না। আমরা সন্তানদের লেখাপড়া করতে পাঠাই। এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

