" />
AmaderBarisal.com Logo

বরিশালে হ্যাঁ-না ভোটে নীরব সব দলের প্রার্থী


আমাদেরবরিশাল.কম

৩১ January ২০২৬ Saturday ৫:০৪:০৭ PM

বিশেষ প্রতিনিধি:

বরিশাল জেলার ১০টি উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত ছয়টি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন নারীসহ ৩৪ জন প্রার্থী। কিন্তু ভোটের প্রচারে মাঠে থাকা প্রার্থীরা ক্ষমতার পালাবদল, উন্নয়ন, মামলা-হামলা, ভোটের পরিবেশ ও রাজনৈতিক দমন-পীড়নের মতো ইস্যুতে জোরালো বক্তব্য দিলেও গণভোট নিয়ে এক প্রকার নীরবতা লক্ষ করা যাচ্ছে।

প্রার্থীদের প্রায় সবাই গত ’২৪ জুলাইয়ের আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও নীতিগত সংস্কারের প্রসঙ্গ সামনে এলেও নির্বাচনি প্রচারে গণভোট নিয়ে আলোচনা প্রায় অনুপস্থিত। মাঠপর্যায়ে পথসভা, গণসংযোগ ও জনসভায় ‘হ্যাঁ ভোট’ কিংবা ‘না ভোট’— এই সরাসরি অবস্থান স্পষ্ট করে তুলে ধরছেন না কোনো দলের প্রার্থীরাই।

নির্বাচনি মাঠ ঘুরে এবং একাধিক জনসভা পর্যবেক্ষণে দেখা গেছে, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা উন্নয়ন, নিরাপত্তা, নির্বাচনের গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক নির্যাতনের বিষয়গুলোতে কথা বললেও গণভোটের প্রয়োজনীয়তা বা সম্ভাব্য প্রভাব নিয়ে প্রকাশ্যে কিছু বলছেন না। ভোটারদের কাছেও এই ইস্যুতে স্পষ্ট কোনো দিকনির্দেশনা পৌঁছাচ্ছে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণভোটের মতো একটি মৌলিক গণতান্ত্রিক প্রশ্নে নীরবতা রাজনৈতিক দলগুলোর কৌশলগত অবস্থানেরই প্রতিফলন। নাম প্রকাশ না করার শর্তে জামায়াতে ইসলামীর এক নেতা বলেন, ‘গণভোট মানে সরাসরি জনগণের ক্ষমতা। অনেক দলই বিষয়টি সামনে আনতে চায় না। কারণ এতে বিদ্যমান রাজনৈতিক কাঠামো ও নেতৃত্বের ওপর প্রশ্ন উঠতে পারে।’

স্থানীয় নাগরিক সমাজও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সুশাসনের জন্য নাগরিক (সনাক) বরিশাল জেলা শাখার সভাপতি গাজী জাহিদ হোসেন বলেন, ‘রাষ্ট্রীয় কাঠামোর বড় পরিবর্তনের প্রশ্নে জনগণের সরাসরি মতামত নেওয়ার বিষয়টি রাজনৈতিক দলগুলোরই সামনে আনার কথা ছিল। কিন্তু নির্বাচনি প্রচারে প্রার্থীদের বক্তব্যে গণভোট অনুপস্থিত।’

ভোটারদের মধ্যেও এর প্রভাব স্পষ্ট। বরিশাল নগরীর বিভিন্ন এলাকা থেকে ২০ জন ভোটারের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাদের মধ্যে ১২ জনই গণভোট বিষয়ে স্পষ্ট কোনো ধারণা রাখেন না। তারা জানান, সরকারি বিভিন্ন প্রচারমাধ্যমে ‘হ্যাঁ-না ভোট’ নিয়ে আলোচনা দেখা গেলেও নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে এ বিষয়ে পরিষ্কার বক্তব্য পাওয়া যাচ্ছে না।

বরিশাল সদর আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, ‘বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে এবং ৩১ দফা কর্মসূচির মাধ্যমে সেই অবস্থান স্পষ্ট করেছে।’ তবে গণভোট বিষয়ে পক্ষে-বিপক্ষে তিনি মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘আমরা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। গণভোট নিয়ে প্রচার-প্রচারণার কাজ সরকার যথাযথভাবে করছে।’

বাসদের বরিশাল সমন্বয়কারী ও সদর আসনের প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে গণভোটকে আমরা শুরু থেকেই অপ্রয়োজনীয় বলে মনে করেছি। সরকার ও ঐকমত্য কমিশন সাধারণ মানুষের ওপর এটি জোর করে চাপিয়ে দিয়েছে। তাই আমাদের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারের সুযোগ নেই।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের উপদেষ্টা ইকবাল হোসেন তাপস বলেন, ‘গণভোটের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বিএম কাদের স্পষ্টভাবে ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে থাকলেও নির্বাচনি প্রচারে গণভোটকে আলাদা ইস্যু হিসেবে সামনে আনা সম্ভব হচ্ছে না।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।