![]() বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩
৩১ January ২০২৬ Saturday ৫:১০:০৬ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশাল চরবাড়িয়া ইউনিয়নে দলিল জালিয়াতির মামলার ওয়ারেন্ট ভুক্ত তিনজন আসামিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারী) রাত আনুমানিক ১০ টার সময় তাদের আটক করেন। আটককৃতরা হলেন, চরবাড়িয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড উত্তর লামচরী এলাকার বাসিন্দা মৃত জালাল উদ্দীন হাওলাদারের ছেলে মোঃ আমানউল্লাহ,মৃত শাহানাজ (শাহআলম) ( আলম) হাওলাদারের ছেলে রানা হাওলাদার, মৃত আঃ কাদের হাওলাদারের ছেলে সিরাজুল ইসলাম ( শাহিন)। বাদী হাকীম আলী ব্যাপারী বলেন, তার পৈত্রিক সম্পত্তির ভুয়া দলিল দেখিয়ে জোরপূর্বক দখল করে চাষাবাদ করার চেষ্টা করেন। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোর্টে একটা মামলা দায়ের করেন। সেই মামলায় গতকাল রাত আনুমানিক ১০ টার সময় উত্তর লামচরী এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত শাহিন, রানা, আমানকে তাদের বাসা থেকে আটক করেন কাউনিয়া থানার পুলিশ। তিনি আরও বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে চরবাড়িয়া ইউনিয়নের সাধারণ মানুষকে জিম্মি করে, তাদের জমির মাটি কেটে বিভিন্ন ইট বাটায় বিক্রি করেন। এরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়না। এরা সকলেই ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, চরবাড়িয়া ইউনিয়ন উত্তর লামচরী এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত তিনজন আসামিকে আটক করা হয়েছে। আজ সকালে তাদের জেল হাজতে পাঠানো হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

