![]() বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েছাত্রলীগের অ্যাসিডে ঝলসালো ২ শিক্ষক
১০ January ২০১৩ Thursday ৫:০১:৫০ PM
জানা গেছে, ভিসিবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক-ছাত্ররা উপাচার্যের ভবনের সামনে মঞ্চ তৈরি করেন। সেখানেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এদিকে, বৃহস্পতিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একই মঞ্চে অনুষ্ঠান আয়োজন করে ছাত্রলীগের একাংশ। মঞ্চ দখল করতে গিয়েই আন্দোলনকারীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে ছাত্রলীগ। এক পর্যায়ে তারা মাইক ও ব্যাটারি ছুড়ে ফেলে ভেঙে দেয়। এ সময় ব্যাটারির ছিটকে পড়া এসিডে শিক্ষক-শিক্ষার্থীদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ সময় আতঙ্কিত ছাত্র-ছাত্রীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকলে আরও ১০/১২ জন আহত হয়। আহত দুই শিক্ষক হলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান। তারা ভিসি পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলেন।আহত দুই শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে পুরো বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক বিরাজ করছে।আন্দোলনকারী এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করলেও ছাত্রলীগ এ ঘটনা অস্বীকার করেছে। তারা বলেছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করার জন্য বিএনপি ও জামায়াতের ইন্ধনে কিছুসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অযৌক্তিক দাবি নিয়ে অস্থিরতা সৃষ্টি করছে। ছাত্রলীগ সন্ত্রাসের বিরুদ্ধে। তারা শিক্ষকের উপর হামলা করবে, এটা অবিশ্বাস্য। তারা আরও অভিযোগ করে, আহত দুই শিক্ষক তৎকালীন ভিসির সময়ে মাদ্রাসা থেকে পাশ করে এসে চাকরি নিয়েছেন। এ ঘটনাকে তারা সাজানো নাটক বলেও উল্লেখ করে। এদিকে, বিশ্ববিদ্যালয়ে কর্মরত এনএসআই, ডিজিএফআই, এসবির একাধিক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভিসির পক্ষ অবলম্বনকারী ছাত্রলীগের একটি অংশ সকাল সাড়ে আটটায় ক্যাম্পাসে এসে জড়ো হয়। এ সময় আন্দোলনকারীরাও সেখানে জড়ো হতে শুরু করে। এদিকে, ১১টার কিছু পরে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের তৈরি করা দুর্নীতিবিরোধী মঞ্চ ছাত্রলীগের একটি অংশ দখল করে নেয়। এ সময় তারা ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে সতর্ক প্রহরা বসিয়ে আন্দোলনকারীসহ সব শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দেয়। এখনো থেমে থেমে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটছে বলে জানা গেছে। এতে আন্দোলনকারীরা একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়েছে। ১২টার পরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোজাম্মেল হক জনান, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে এজন্য পুলিশকে দু’পক্ষের মাঝামাঝি স্থানে অবস্থান নিতে বলা হয়েছে। তিনি বলেন, ‘‘শিক্ষকের উপর এসিড মেরে থাকলে তা দু:খজনক। ভিসির পদত্যাগ রাষ্ট্রীয় ব্যাপার। বললেই তো আর পদত্যাগ হয় না। এ ব্যাপারে উর্ধ্বতন মহল সিদ্ধান্ত নেবে।’’ শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসজুড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||