![]() এবার চট্টগ্রামে অটোরিকশায় ধর্ষণের শিকার নারী
২৭ January ২০১৩ Sunday ৬:১৪:২৯ PM
এর আগে ভারতের রাজধানী দিল্লিতে চলন্ত বাসে এক তরুণী ধর্ষণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যেই গত বৃহস্পতিবার মানিকগঞ্জে চলন্তবাসে ধর্ষণের শিকার হন এক গার্মেন্টকর্মী। হাটহাজারী থানার ওসি একেএম লিয়াকত আলী জানান, ফটিকছড়ি থেকে অটোরিকশায় আসার সময় ওই চালক ও যাত্রীবেশী দুই যুবক জোর করে ওই নারীকে ফটিকছড়ির উদালিয়া চা বাগানের কাছে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ওই নারী হাটহাজারী থানায় একটি মামলা করেন।মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে হাটহাজারীর নুর আলী মিয়া হাট থেকে একজনকে এবং হাজীর খিল থেকে অপর দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে । “ধর্ষণের অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ওই নারীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||