" />
AmaderBarisal.com Logo

লঞ্চ থেকে যুবককে নদীতে থেকে ফেলে দিল কর্মচারীরা!


আমাদেরবরিশাল.কম

১৫ April ২০১৩ Monday ১০:০৪:৫১ AM

kirtonkhola-2-launch কীর্তনখোলা-২ লঞ্চবরিশাল :: ঢাকা-বরিশাল নদীপথের বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ কীর্তনখোলা-২ থেকে এক যুবককে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছে লঞ্চটির কর্মচারীরা। ১৪ এপ্রিল রোববার রাত সাড়ে ৯টার দিকে কীর্তনখোলা নদীর বেলতলা নামক স্থানে এ ঘটনা ঘটেছে। ওই যুবককের নাম নাজমুল হাসান বাপ্পি। সে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকার একেএম জাকির হোসেনের পুত্র। স্থানীয়রা বাপ্পিকে উদ্ধার করে নগরীর আম্বিয়া মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেছে।

বাপ্পি জানিয়েছেন, তার আত্বীয়দের এগিয়ে দেয়ার জন্য তিনি রোববার কীর্তনখোলা-২ লঞ্চে যান। তাদের সাথে কথা বলার এক পর্যায়ে ঢাকার উদ্দেশ্যে লঞ্চটি ছেড়ে দেয়। তাৎক্ষণিক তিনি লঞ্চ চালকের কাছে ছুটে গিয়ে তাকে নামিয়ে দেয়ার জন্য অনুরোধ করেন। এসময় চালক লঞ্চ পুনরায় ঘাটে ভেড়ানোর জন্য তার কাছে মোটা অংকের টাকা দাবি করেন। কিন্তু তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে লঞ্চের কর্মচারীরা তাকে লঞ্চের পিছন থেকে নামিয়ে দেয়ার কথা বলে নিয়ে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। পরবর্তীতে তার চিৎকারে বেলাতলা খেয়াঘাট এলাকার লোকজন নৌকা নিয়ে এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

কীর্তনখোলা লঞ্চের ব্যবস্থাপক সরোয়ার হোসেন স্বপন অভিযোগ অস্বীকার করে বলেন, বাপ্পি স্ব-ইচ্ছায় লঞ্চের পিছন দিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।