![]() ময়নাতদন্ত প্রতিবেদন‘চিকিৎসক আরিফকে হত্যা করা হয়েছে’
২৬ June ২০১৩ Wednesday ৩:২৩:৩৪ PM
এদিকে ডাঃ আরিফুর রহমানকে হত্যার রহস্য উদঘাটনে ৩টি কারণ নিয়ে পুলিশী তদন্ত চলছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল জানিয়েছেন। তিনি জানান, কারন ৩টি হচ্ছে শেফা ডায়গণষ্টিক সেন্টারের মালিক শাহীনের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ, মাদকাসক্ত অবস্থায় ডায়গণষ্টিক সেন্টারের মহিলা কর্মচারীকে জড়িয়ে ধরা এবং মালিক শাহীনের স্ত্রীর সঙ্গে ডাঃ আরিফের পরকিয়া প্রেম। এদিকে শেরেবাংলা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ আকতারুজ্জমান তালুকদার জানিয়েছেন, ডাঃ অরিফের মাথায় আঘাতের চিহৃ এবং শরীরের একাধিকস্থানে ফুলা-জখমের আলামত পাওয়া গেছে। এ থেকে প্রমানিত হয় মৃত্যুর আগে ডাঃ আরিফকে নির্যাতন করা হয়েছে। ডাঃ আকতারুজ্জামান জানান, ডাঃ আরিফের সুরাতহাল রিপোর্টে পুলিশ উল্লেখ করেছিলো যে, তার শরীরে কোন ফুলা-জখমের চিহৃ পাওয়া যায়নি। এদিকে অপমৃত্যু মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফয়সাল জানিয়েছেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ায় বর্তমানে অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে ডাঃ আরিফুর রহমানকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করার পর শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে শেফা ডায়গণষ্টিক সেন্টারের মালিক মোঃ শাহীনসহ অন্যরা পলাতক রয়েছে। ডাঃ আরিফের বাড়ি মুন্সীগঞ্জ জেলায় হওয়ায় তার স্বজনরা নিরাপত্তার অজুহাত দেখিয়ে কোন হত্যা মামলা দায়ের করেননি। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল :: বরিশাল নগরীর সাগরদী এলাকায় শেফা ডায়গনষ্টিক সেন্টারে নির্যাতন করায় চিকিৎসক আরিফুর রহমানের মৃত্যু হয়েছে। ২৬ জুন বুধবার পুলিশের কাছে জমা দেওয়া নিহত চিকিৎসকের ময়নাতদন্ত প্রতিবেদনে এর প্রমান পাওয়া গেছে। ময়নাতদন্তকারী চিকিৎসক শেরেবাংলা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ আকতারুজ্জামান তালুকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।