" />
AmaderBarisal.com Logo

উদয়ন স্কুলের অর্থ আত্মসাত মামলা

অব্যাহতির আবেদন খারিজ, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিচার শুরু

সাইফ আমীন
আমাদেরবরিশাল.কম

১ July ২০১৩ Monday ১১:২৯:৫৩ PM

udayan-high-school-barisal উদয়ন মাধ্যমিক বিদ্যালয় বরিশালবরিশাল :: নগরীর ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অর্থ আত্মসাতের মামলায় চার্জ গঠনের বিরুদ্ধে অভিযুক্ত আসামী সাবেক প্রধান শিক্ষকের করা আবেদনটি না-মঞ্জুর করে রিভিশন মামলাটি খারিজ করে দিয়েছে আদালত। ১ জুলাই সোমবার বরিশাল জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মোঃ হাবিবুর রহমান ওই নির্দেশ দেন। এর ফলে প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক পলিনুস গুডার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা এই মামলার বিচারিক কাজে আর কোন বাধা রইলো না।

এর আগে গত ২ ফেব্রুয়ারী বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক মোঃ মাসুদুর রহমান উদয়ন স্কুলের অর্থ আত্মসাত মামলায় সাবেক প্রধান শিক্ষক পলিনুস গুডাকে অভিযুক্ত করে চার্জ গঠন করেন। চার্জ গঠনের ওই আদেশের বিরুদ্ধে আসামী গত ২২ এপ্রিল জেলা ও দায়েরা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করেন। তবে চার্জ গঠনের আদেশ আইনানুগভাবে বিধি সম্মত হওয়ায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারকের দেয়া ওই আদেশ বহাল রাখার নির্দেশ দেন জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক এবং আসামীর করা রিভিশন মামলাটি খারিজ করে দেন।

মামলা সূত্রে জানা গেছে, উদয়ন স্কুলের সাবেক প্রধান শিক্ষক পলিনুস গুডা ২০০৪ সাল হতে ২০০৬ পর্যন্ত দায়িত্বে থাকাকালীন সময় সভাপতির স্বাক্ষর জাল করে স্কুল ফান্ডের ১৮ লক্ষ ৭০ হাজার টাকা আত্মসাত করেন। এই ঘটনায় স্কুল কমিটির সভাপতি রেবা ফাদার সিলভেষ্টার রোজারিও বাদী হয়ে ২০০৬ সালের ২৩ আগষ্ট আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকতা ২০০৭ সালের ২২ জানুয়ারী প্রধান শিক্ষক পলিনুস গুডাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। বর্তমানে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক পলিনুস গুডা জামিনে রয়েছেন।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।