![]() বিএম কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১
৮ July ২০১৩ Monday ১১:৫১:২৪ PM
জানা গেছে, শওকত হোসেন হিরন সিটি মেয়র থাকাকালীন হলগুলো হিরন সমর্থিত ছাত্রলীগের একটি অংশের নিয়ন্ত্রনে ছিল। কিন্তু ১৫ জুন নির্বাচনে হিরন পরাজিত হলে ছাত্রলীগের অপর অংশটি হলে নিজ সমর্থকদের জন্য সিট দাবি করে। আর এর জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। কবি জীবনানন্দ দাস ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, বিসিসি নির্বাচনের পর ছাত্রলীগের বঞ্চিত অংশটি হলের ছিট দাবি করায় হলে নিজেদের নিয়ন্ত্রন ধরে রাখা নিয়ে সংশয়ে পড়ে মঈন তুষার ও তার অনুসারীরা। সোমবার রাতে মঈন তুষার, ফয়সাল আহম্মেদ মুন্না, যুবায়ের আলমসহ অস্ত্রধারী সন্ত্রাসীরা হলে মহড়া দেয় এবং প্রতিপক্ষকে ধাওয়া করে। এসময় আতিকুল্লাহ মুনিমের নেতৃত্বে ছাত্রলীগের অপর অংশ পাল্টা ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় রবিন দাস নামে এক ছাত্র আহত হয়েছে। তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রবিন দাস সাবেক মেয়র হিরনের অনুসারী ছাত্রলীগের কর্মী। এব্যাপারে বিএম কলেজের অধ্যক্ষ কাজি নজরুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। মঙ্গলবার ক্যাম্পাসে গিয়ে ব্যবস্থা নিব।’ কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে একটু ঝামেলা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’ সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল :: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রাবাসের সিট দখলকে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষে রবিন দাস নামে এক ছাত্র আহত হয়েছে। ৮ জুলাই সোমবার রাতে বিএম কলেজ ক্যাম্পাসে অবস্থিত কবি জীবনানন্দ দাস (হিন্দু হোস্টেল) ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। কলেজ ছাত্রলীগের বহিস্কৃত যুগ্ন-আহ্বায়ক মঈন তুষার ও আতিকুল্লাহ মুনিম গ্রুপের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।