![]() ছাত্র হত্যা ও হিন্দুপাড়ায় আগুনের ঘটনায় পৃথক দুই মামলা
১৮ November ২০১৩ Monday ৫:৩৪:৫৩ PM
সুত্র জানায়, মহানগর হাকিম মো. রফিকুল ইসলাম হত্যার নালিশী অভিযোগটি এজাহার হিসেবে রুজু করে বন্দর থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। নালিশীতে ৯ জন নামধারী ও ৩ জনকে অজ্ঞাতনামা বিবাদী করেছেন নিহত কলেজছাত্রের বাবা সেলিম গাজী। মামলার নামধারী আসামীরা হলো-কালিখোলা গ্রামের শংকর দাসের ছেলে পাভেল দাস ও সোহাগ দাস, ধীরেন চন্দ্র হালদারের ধীমান চন্দ্র হালদার, গোপাল চন্দ্র হালাদারের ছেলে পীযুষ হালদার, নাসির মোল্লার ছেলে রাজিব, ঘটক পালের ছেলে রুহিদ পাল, ধাম দাসের ছেলে সুমন দাস, বিমল দাস এবং তার ছেলে সাগর দাস। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েত কবির জানান, সেলিম গাজীর নালিশী অভিযোগটি এজাহার হিসেবে রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। এদিকে থানায় দেয়া ক্ষতিগ্রস্থ দেবরঞ্জন হালদারের লিখিত অভিযোগটিও এজাহার হিসেবে রুজু করা হয়েছে। অভিযোগে হামলাকারী হিসাবে কারো নামোল্লেখ করা হয়নি। তবে অজ্ঞাতনামা এক থেকে দেড় হাজার নারী পুরুষকে আসামী করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনীভাবে পরিকল্পিত হামলা চালিয়ে ভাংচুর ও আগুন দিয়ে ক্ষতিসাধন করা এবং লুটপাটের অভিযোগ আনা হয়েছে। অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাদী দেবরঞ্জন হালদার জানান, তারা নিরাপত্তাহীনতায় ভূগছেন। এজন্য অভিযোগে কারো নামোল্লেখ করেননি। অপরদিকে, সোমবার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস এমপির নেতৃত্বে ১৪ দল নেতৃবৃন্দ প্রথমে নিহত কলেজছাত্র পারভেজ গাজীর বাড়িতে যান। সেখানে স্বজনদের শান্তনা দেন তারা। পরে তারা কালিখোলা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হিন্দু বাড়িগুলো পরিদর্শন করেন। এ সময় নেতৃবন্দ পারভেজ গাজীর পরিবারকে ৫ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্থ হিন্দু পরিবারের খাবার খরচ বাবদ ৫ হাজার টাকা সহায়তা দিয়েছেন। ১৪ দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নজরুল হক নীলু, জেলা সদস্য শান্তি দাস, ন্যাপের দাসগুপ্ত আশীষ কুমার প্রমুখ। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||