" />
AmaderBarisal.com Logo

ভারতীয় ১৫ জেলেসহ একটি মাছ ধরা ট্রলার উদ্ধার


আমাদেরবরিশাল.কম

১৭ June ২০১১ Friday ১০:৪৯:১৬ PM

ভারতীয় মাছ ধরা ট্রলার

উদ্ধারকৃত ১৫ ভারতীয় জেলে, ইনসেটে ভারতীয় মাছ ধরা ট্রলার এফ বি নারায়ন (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

কলাপাড়া, ১৭ জুন (উত্তম কুমার হাওলাদার/আমাদের বরিশাল ডটকম): ঝড়ের কবলে পড়ে ভারতীয় জলসীমা অতিক্রম করে এফ বি নারায়ন নামে একটি মাছ ধরা ট্রলারসহ  ১৫ জেলেকে কলাপাড়া থানা পুলিশ উদ্ধার করেছে। আজ ১৭ জুন সন্ধ্যার দিকে তারা ট্রলার নিয়ে কলাপাড়ার ফেরিঘাট পৌছলে স্থানীয় একটি চক্র তাদের মালামাল লুটের চেষ্টা চালালে টহলরত পুলিশ ট্রলারসহ তাদের নিরপদ হেফাজতে নিয়ে যায়।

পুলিশ ও উদ্ধারকৃত জেলেদের সুত্রে জানা গেছে, ভারতের পশ্চিম বঙ্গের দমকল এলাকা থেকে ১৫ দিন পূর্বে মাছ ধরার উদ্দেশ্যে ওইসব রওনা হয়। সমুদ্রের ভারতীয় সীমায় মাছ ধরারত অবস্থায় ১৪ জুন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড়ের কবলে পড়ে এফ বি নারায়ন নামের একটি মাছ ধরা ট্রলারসহ ট্রলার মাঝি কৃষ্ণ দাস (৫০), পঞ্চানন হাওলাদার (৫০), অর্জুন বৈদ্য (৩০), কুসুম হাওলাদার (৪০), রঘুনাথ(২৩), ইন্দ্রজিৎ (১৮), দিপু হাওলাদার(২৬), শ্রীধাম(৪৫), আনিস মোল্লা(২০), রাজকুমার (২৮), জয়দেব (৩৪), গুরুদাস (৫০), নেপাল দাস (৪৯), নন্দলাল (৩৫), তাপস (৪৫) দিক হারিয়ে বাংলাদেশ জলসীমার মধ্যে ঢুকে পড়ে। সাগরে প্রচন্ড ঢেউয়ের তোরে থাকতে না পেরে কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদীতে এসে আশ্রয় নেয়। পড়ে পুলিশ ফেরী ঘাট এলাকা থেকে তাদেকে উদ্ধার করে কলাপাড়া থানায় নিরাপদ আশ্রয় দেয়।

কলাপাড়া থানার এস আই আনিস জানান, দিক হারিয়ে আসা এসব জেলেদের নিরাপদে আশ্রয় দেয়া হয়েছে। আইনী প্রক্রিয়ায় তাদেরকে হস্তান্তর করা হবে।


(আমাদের বরিশাল ডটকম/কলাপাড়া/উকু/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।