![]() বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ২০ জেলে উদ্ধারঃ ১ জনের মৃত্যু
১৯ July ২০১১ Tuesday ১০:৪৯:১০ AM
পাথরঘাটা, ১৯ জুলাই (মনির হোসেন কামাল/আমিন সোহেল): সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের তারিয়ার চর এলাকায় ঝড়ো হাওয়ার কবলে পরে ১৯ জুলাই ভোররাত ৫ টার দিকে দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ডুবে যাওযা ট্রলার দুইটি হলো, এফবি মায়ের দোয়া ও এফবি সোহেল। সাগরে ডুবে যাওয়ার ৮ ঘন্টা পর ওই ট্রলার দুটিতে থাকা ২০ জেলেকে উদ্ধার করা হলেও এফবি মায়ের দোয়া ট্রলারের মিস্ত্রী কবির মোল্লার শরীর সমাধি হয়েছে বলে এফবি মায়ের দোয়া ট্রলারের মালিক ও উদ্বারকৃত জেলে বাচ্চু ফরাজীর বরাত দিয়ে মৎস্য ব্যাবসায়ী ও স্থানীয় সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন এ খবর নিশ্চিত করেছেন। ট্রলারের নিচে তার লাশ চাপা পড়ে আছে। ১৯ জুলাই সন্ধ্যা পর্যন্ত তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্বারকৃত জেলেদের মধ্যে সাত জনের নাম জানা গেছে। তারা হলেন, হাফিজুর রহমান (৭০), কালাম (৫০), রাসেল (৩০), জাকির (৪০), ইমাম হোসেন (৩০), ইসমাইল(৩৫), বাচ্চু ফরাজী (৪৬)। এফবি মায়ের দোয়া ও এফবি সোহেল ট্রলারের মালিকসহ সকল জেলেদের বাড়ি পাথরঘাটার চরলাঠিমারা ও বাদুরতলা গ্রামে। সাবেক পাথরঘাটা সদর ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, ঝড়ের কবলে পরা ১৭ জেলেকে ৭ ঘন্টা পর ১৯ জুলাই দুপুর ১২টার দিকে সাগরের মাঝের বয়া ধরে ভাসমান অবস্থায় এফবি মুন্সী নামের একটি ট্রলারে উদ্ধার করে পাথরঘাটায় রওয়ানা হয়েছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
