মাঠ পর্যায় গিয়ে মাছ চাষের প্রশিক্ষন দিতে হবেঃ পানি সম্পদ প্রতিমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১১ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
কলাপাড়া, ২০ জুলাই (উত্তম কুমার হাওলাদার/আমাদের বরিশাল ডটকম): আমার এ এলাকা মাছের ভান্ডার। ঘরে বসে মাছ চাষের প্রশিক্ষন দিলেই হবেনা। বাস্তবে মাঠ পর্যায় গিয়ে প্রশিক্ষন দিতে হবে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০১১ উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান (এম.পি) এ কথাগুলো বলেন।
২০ জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধনী সভায় উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এ সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মৎস্য ড.কাজী মো. আজিম উদ্দিন, উপজেলা ভাইচ চেয়ারম্যান সুলতান মাহামুদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ উপজেলা কমান্ডের কমান্ডার মো.বদিউর রহমান বন্টিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোকলেছুর রহমান, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা মো.মাসুদুজ্জামান প্রমূখ।
এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, নিরাপদ মাছে ভরবো দেশ, বদলে দেব বাংলাদেশ। মৎস্য চাষিদের স্বার্থে যা কিছু করা প্রয়োজন আমি তা করার চেষ্টা করবো।
অনুষ্ঠান শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
–
(আমাদের বরিশাল ডটকম/কলাপাড়া/উকু/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |